পাঁচ সংস্কার কমিশনের প্রতিবেদন ১৫ জানুয়ারি
সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা। এসময় কমিশনগুলোর প্রধানরা কাজের অগ্রগতি তুলে ধরেন। বৈঠকে জানানো হয়, প্রথম ধাপে গঠন করা ছয়টি সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। অন্যদিকে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হতে পারে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ছয় সংস্কার কমিশনের প্রধানদের সমন্বয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এ সংলাপ করবে। এর প্রস্তুতির অংশ হিসেবে সংস্কারের প্রস্তাব তৈরির কাজের অগ্রগতির নিয়ে কমিশনগুলোর প্রধানদের সঙ্গে এ সমন্বয় সভা করা হলো।
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের গঠিত ১১টি কমিশনের প্রধানরা শনিবার অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মূলত কমিশন প্রধানরা নিজেদের অভিজ্ঞতা, প্রক্রিয়া, পদ্ধতি এবং কাজের অগ্রগতি তুলে ধরেছেন। দ্বিতীয় ধাপে গঠন করা পাঁচটি কমিশনের প্রধানরা প্রথম ধাপের কমিশনের প্রধানদের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছেন।
বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদসহ সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।
এসএসএইচ