শেখ হাসিনা দেশে ফিরলে গ্লিসারিন-লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে
প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে গ্লিসারিন, লেবুর পানি দিয়ে কান্নাকাটি করবে।
রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সার্বভৌমত্ব আন্দোলনের আয়োজনে ‘বিডিআর হত্যাকাণ্ড : বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে পেরেক’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শফিক রেহমান বলেন, শেখ হাসিনা দেশে আনা মানে আরেকটি প্রহসন, আরেকটি তামাশা। কারণ শেখ হাসিনা দেশে ফিরলেই নানা অপকর্মে লিপ্ত হবে, কারণ সে খুনি। দেশে এসে গ্লিসারিন, লেবুর পানি নিয়ে কান্নাকাটি করবে। আমরা জানি সে খুন করেছে। তাই দেরি না করে এখনই রায় দেওয়ার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ড, জুলাই গণহত্যাসহ নানা ঘটনার সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা। এসব ঘটনায় শেখ হাসিনার সর্বোচ্চ বিচারের দাবি জানাই। এক বছর নয়, এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার বিচারের কাজ শেষ হওয়া উচিত। বিলম্ব না করে দ্রুত শেখ হাসিনার বিচারকার্য সম্পন্ন হওয়া উচিত।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা দেলোয়ার হোসেন, উপদেষ্টা মোশারফ হোসেন, মানবাধিকার কর্মী খান শোয়েব, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাসান হাফিজ, রাজনৈতিক বিশ্লেষক মিনার রশিদ, সার্বভৌমত্ব আন্দোলনের উপদেষ্টা আব্দুস সাত্তার, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেখক সাংবাদিক মারুফ কামাল খান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম প্রমুখ।
এএসএস/এসএসএইচ