মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার
রাজধানীর মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) সকালে মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, কার্তুজগুলোর গায়ে বিপি-২০২৩ লেখা আছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই কার্তুজগুলো থানাপুলিশ থেকে লুট হওয়া হতে পারে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসি/এমজে