কাওলা ফুটওভার ব্রিজের নিচে পড়ে ছিল ২৮২ রাউন্ড গুলি
রাজধানীর কাওলা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮২ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী রাস্তায় কাওলা এলাকায় নতুন নির্মিত স্টিলের ফুটওভার ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় গুলিগুলো উদ্ধার করা হয়।
আরও পড়ুন
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমএসি/এমজে