রিভার্স ব্রেইন ড্রেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করতে চাই: আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আন্দোলনের সময় একটা ক্যাম্পেইন হয়েছিল রিভার্স ব্রেইন ড্রেন নিয়ে। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীরা এবং বিভিন্ন এক্সপার্টের ড্যাশবোর্ডে সিভি আছে। আমরা এটিকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতে চাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটি এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করছে। সেখানে আমরা রিভার্স ব্রেইন ড্রেনের আইডিয়া ইন্টিগ্রেটেড করব।
বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, প্রবাসী যারা দেশে ফিরে আসতে চান কিংবা শিক্ষার্থী যারা দেশে কাজ করতে চান তাদের সিভিগুলো থাকবে। আমরা আহ্বান জানাব– কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কাজের জন্য বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে, তারা যেন আমাদের দেশের যারা এক্সপার্ট বিদেশে আছেন, তাদের নিয়োগ দিতে পারেন। এ ছাড়া সরকারি কাজেও আমরা তাদের নিয়োগে বিশেষ গুরুত্ব দেব।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্দোলনে যখন দমন নিপীড়ন চলছিল, যে সময় আমাদের মাঠে নামার মতো কোনো পরিস্থিতি ছিল না, ইন্টারনেট বন্ধ করে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হচ্ছিল, তখন আমাদের প্রবাসী ভাইয়েরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, প্রতিবাদ করেছেন এবং পুরো বিশ্বে আওয়াজ তুলেছেন। জুলাইয়ের আন্দোলনকে এক দফায় রূপান্তরের ক্ষেত্রে বড় অবদান ছিল প্রবাসী ভাইদের।
তিনি বলেন, আমি বিদেশে প্রবাসী ভাইদের অভিজ্ঞতা শুনেছি, বাধার কথা শুনেছি। প্রবাসীদের মধ্যেও ডায়াসপোরা আওয়ামীকরণ করা হয়েছে এবং লুটপাটের ফলে সেখানে সবচেয়ে বেশি শক্তিশালী আওয়ামী লীগের লোকজন। প্রবাসী ভাইদের কীভাবে বাধা দেওয়া হয়েছে সেই গল্প আমি তাদের কাছ থেকে শুনেছি।
নির্বাচন সংস্কার কমিশনের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আমি একজন নাগরিক হিসেবে অনুরোধ করব, কমিশন যেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে একটি রূপরেখা প্রণয়ন করে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার/বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্য নিয়ে এ বছর দিবসটি উদযাপিত হচ্ছে।
এনআই/এসএসএইচ