লন্ডন থেকে সবুজ সংকেত, নতুন হাইকমিশনার আবিদা ইসলাম
পেশাদার কূটনীতিক আবিদা ইসলামকে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে নতুন দূত হিসেবে পাঠাচ্ছে সরকার। তিনি সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হবেন।
বাংলাদেশের বৈদেশিক নীতির জন্য গুরত্বপূর্ণ মিশন লন্ডন ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের পাঠানো দূতের ফাইল ব্রিটেনের সরকার গ্রহণ করেছে বলে জানা গেছে।
ঢাকার একটি নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সরকারের প্রস্তাবিত দূতের এগ্রিমোর জবাব দিয়েছে লন্ডন। দেশটি রাষ্ট্রদূত আবিদা ইসলামকে গ্রহণ করেছে। যেহেতু লন্ডনের সবুজ সংকেত এসে গেছে, এখন আর দূত পাঠাতে কোনো বাধা থাকল না।
রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের সঙ্গে আবিদা ইসলামের সম্পর্ক জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা লেখালেখি হয়েছে। এতে লন্ডনে আবিদা ইসলামের হাইকমিশনার হওয়া নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। তবে শেষ অবদি অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। সব কিছু ঠিক থাকলে এবং সরকারের সিদ্ধান্ত পেলে লন্ডনে অ্যসাইনমেন্টে যাবেন কূটনীতিক আবিদা ইসলাম।
আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। তিনি ২০২১ সালের ২৯ আগস্ট থেকে মেক্সিকোর বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। আবিদা মেক্সিকো ছাড়াও সমদূরবর্তী দায়িত্ব হিসেবে কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা আবিদা ইসলাম দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুবিভাগে কাজ করেছেন তিনি।
এদিকে, গত নভেম্বরের শেষের দিকে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব ছাড়েন সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। ২০১৮ সালের ৩০ নভেম্বর থেকে লন্ডনে হাইকমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা। তার চাকরির মেয়াদ চলতি বছরের ২৬ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের বিদায়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে গত ২৯ সেপ্টেম্বর এক দাপ্তরিক আদেশে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমকে অবিলম্বে ঢাকায় ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়।
সরকারের আদেশের দুই মাসের মাথায় লন্ডন হাইকমিশনের দায়িত্ব ছাড়েন সাইদা মুনা তাসনিম।
এনআই/এসএমডব্লিউ