ফ্যাসিবাদী আমলে গুম হওয়া সবাইকে ফিরিয়ে দেওয়ার আহ্বান
পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের সময় গুম হওয়া সবাইকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজ্জাদ হোসেন সুমনের পরিবার এখনো পথ চেয়ে আছে। গুম হওয়া প্রত্যেক ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব। আর কতদিন অপেক্ষা করতে হবে গুম হওয়া পরিবারকে?
বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
ন্যাপ মহাসচিব বলেন, গুম ও অপহরণ করা ব্যক্তিদের পরিবার-পরিজন অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবনযাপন করছেন। গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য হাসিনা সরকারের নিকট বারবার আবেদন-নিবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন এবং গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, গুমের শিকার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাদের কষ্টের কথা বলছেন। যারা গুমের জন্য দায়ী, জাতি তাদের কমবেশি চিনে। যারা দায়িত্বে ছিলেন, র্যাবের দায়িত্বে ছিলেন, পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদের শাস্তি দিতে হবে। ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য যারা কাজ করেছিল তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আছে। সরিষার মধ্যে ভূত রেখে এ অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না।
জাতীয় মানবাধিকার সমিতির সভাপতি মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় জনতা ফোরামের সভাপতি মো. অলিদ বিন সিদ্দিক তালুকদার, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন রাজুসহ সংগঠনের নেতারা।
ওএফএ/এসএসএইচ