ফিলিস্তিনিদের জন্য অর্ধ কোটি টাকার ওষুধ দিলেন ফারাজ করিম
ফিলিস্তিনে নির্যাতিত মানুষের সাহায্যের জন্য ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে প্রায় ৫০ লাখ টাকার ওষুধ দেশটির রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদানের কাছে হস্তান্তর করেন চট্টগ্রামের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
আরও পড়ুন : ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অষ্টম দিনে নিহত ২০০ ছুঁইছুঁই
এ প্রসঙ্গে ফারাজ করিম চৌধুরী বলেন, এই মানবিক কার্যক্রমে ওষুধ কোম্পানির মধ্যে অপসনিন ফার্মা ও একমি ফার্মাসিউটিক্যালস এগিয়ে এসেছে। এ জন্য তাদের বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার অনেক বন্ধু সাহায্য করেছেন তাদেরও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
জানা যায়, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দেশটির জনগণের সাহায্যের উদ্যোগ নেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। ফলশ্রুতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ওষুধ পাঠাতে শুরু করেন। একপর্যায়ে ওষুধের পরিমাণ বেড়ে যাওয়ায় ফারাজ করিম চৌধুরী ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার কাছে ওষুধ না পাঠিয়ে সরাসরি ফিলিস্তিন দূতাবাসে পাঠানোর জন্য অনুরোধ করেন।
আরও পড়ুন : করোনা-সংঘাতে নাজেহাল গাজার চিকিৎসা ব্যবস্থা
ফারাজ করিম চৌধুরীর এই মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর মেয়ে সুমাইয়া হোসেন। তিনি ঢাকা পোস্টকে বলেন, শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানুষ হিসেবে নির্যাতিত ফিলিস্তিনবাসীর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে।
অন্যদিকে ফারাজ করিম চৌধুরীর অনুরোধে ফিলিস্তিন দূতাবাস বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট খুলেছে। ফলে যে কেউ সরাসরি দূতাবাসের এসব নম্বরে সহযোগিতা পাঠাতে পারবেন।
কেএম/এসকেডি