২৫ নভেম্বর ২০২৪ : একনজরে আলোচিত সব খবর
যাত্রাবাড়ীতে তিন কলেজের সংঘর্ষ : নাফিকে গুলি করল কারা?, অনিশ্চয়তায় সেন্টমার্টিনবাসী, পর্যটক না গেলে করবেন কী?, যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, তিন দফা বাড়ার পর কমলো সোনার দাম...
সোমবার দিনভর এমন আরও বেশকিছু খবর-তথ্য প্রকাশ করেছে ঢাকা পোস্ট। দিনের বিভিন্ন সময়ে প্রকাশিত গুরুত্বপূর্ণ এমন কিছু খবর একসঙ্গে পাঠকের সামনে তুলে ধরতে একটি সংকলিত প্রতিবেদন প্রকাশ করা হলো। প্রতিটি খবরের শিরোনামে ক্লিক করলে পাঠক পেয়ে যাবেন মূল সংবাদটি…
যাত্রাবাড়ীতে তিন কলেজের সংঘর্ষ : নাফিকে গুলি করল কারা?
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিন কলেজের সংঘর্ষে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নাফি (১৭) নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। কে বা কারা তাকে গুলি করেছে তা এখনো জানা যায়নি।
স্বীকার করছি, পুলিশের দুর্বলতা ছিল : নাহিদ
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পুলিশের দুর্বলতা ছিল বলেই ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ঘটনাটি সংঘর্ষের দিকে গেছে, এটা স্বীকার করছি। পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সংঘর্ষে জড়ায়নি।
অনিশ্চয়তায় সেন্টমার্টিনবাসী, পর্যটক না গেলে করবেন কী?
২৮ বছর বয়সী আফসার উদ্দিন সেন্টমার্টিনের পশ্চিম পাড়ার বাসিন্দা। তার বাবা এক সময় জেলে ছিলেন। কমিউনিটি ট্যুরিজমের প্রসারে বাবা-ছেলে মিলে ঋণ করে বাড়ির মধ্যে একটি ছোট রিসোর্ট তৈরি করেছেন। এই ঘরোয়া রিসোর্টই তাদের আয়ের একমাত্র উৎস। রিসোর্টে অতিথি থাকলে তাদের সংসার চলে, না থাকলে খাওয়া-নাওয়া সব বন্ধ থাকে। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সেন্টমার্টিনে পর্যটক প্রবেশে বিধিনিষেধ আরোপ করার কারণে অন্যদের মতো দুশ্চিন্তায় পড়েছে আফসারের পরিবার।
তিন দফা বাড়ার পর কমলো সোনার দাম
দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
রাজধানীর যাত্রাবাড়ীতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
হামলা-সহিংসতায় কারও ইন্ধন থাকলে কঠোর হাতে দমন : প্রেস সচিব
রাজধানীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত দুইদিন হামলা ও সংঘর্ষে জড়ান ড. মাহবুবুর রহমান মোল্লা, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এতে কলেজগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সম্প্রতি ঢাকা ও সিটি কলেজের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধীদের ডাকে এক টেবিলে ১৭ ছাত্র সংগঠনের নেতারা
দেশের চলমান অস্থিরতা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংঘাত এবং সামগ্রিক নানা সমস্যা নিয়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধীদের ডাকে অনুষ্ঠিত এই বৈঠকে এক টেবিলে উপস্থিত হয়েছেন ১৭টি ছাত্র সংগঠনের নেতারা।
ময়মনসিংহে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে সাধারণ বাস শ্রমিকদের মারপিটের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ইসলামাবাদে ব্যাপক সংঘর্ষ, পুলিশ নিহত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের অন্তত এক সদস্য নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। সোমবার পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য জানিয়েছে।
পিছিয়ে থেকে ইনিংস ঘোষণার পর প্রথম সেশন বাংলাদেশের
তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান ছিল বাংলাদেশের স্কোরবোর্ডে। হাতে ছিল এক উইকেট। বাংলাদেশ তখনও ১৮১ রানে পিছিয়ে। এখান থেকে যে কোনো দলই যতক্ষণ পারে ব্যাটিং করার চেষ্টা করবে। তবে চতুর্থ দিন সকালেই সবাইকে চমকে দিলো বাংলাদেশ। পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করলেন মেহেদি হাসান মিরাজ। ইনিংস ঘোষণার ‘সাহসী’ সিদ্ধান্ত নেওয়ার পর অবশ্য বল হাত দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
এমজে