বায়ুমান ব্যবস্থাপনা যাচাইয়ে ডিএনসিসির কমিটি
বায়ুমান ব্যবস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের ওপর উত্তর সিটির কোনো মতামত, সংশোধনযোগ্য বিষয় আছে কি না তা যাচাইয়ের জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (২২ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, গঠিত কমিটি এ বিষয়ে মতামত, অবজারভেশন ও সংশোধন যোগ্য বিষয়ে সভা আহ্বান করবেন। পাশাপাশি কমিটি তিন কর্মদিবসের মধ্যে মতামত দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন
জানা গেছে, পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবেশ, জলবায়ুও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির বাকি সদস্য হিসেবে রাখা হয়েছ ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ, সিভিল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।
এএসএস/এসএসএইচ