সভা ডেকেছে ডিএনসিসি
নিজেদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগামী ২৫ নভেম্বর সভাটি ডিএনসিসি নগরভবনে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির অতিরিক্ত সচিব মীর খায়রুল আলম এই সভা ডেকে সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়েছেন।
মীর খায়রুল আলম জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) মোতাবেক গঠিত কমিটির দ্বিতীয় সভা আগামী ২৫ নভেম্বর নগর ভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান। সভায় গঠিত কমিটির সদস্যদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
প্রতিনিধি চেয়ে পুলিশ কমিশনার (ঢাকা মেট্রোপলিটন পুলিশ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
এএসএস/এমজে