ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ফের চালুর প্রস্তাব পাকিস্তানের
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু করতে চায় ইসলামাবাদ। এ নিয়ে দেশটি বাংলাদেশকে অনুরোধ করেছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান।
তৌফিক হাসান বলেন, পাকিস্তান ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু করার জন্য প্রস্তাব দিয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) আগে ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালাতো। পিআইএ কর্মী ও যাত্রীদের হয়রানির অভিযোগ তুলে এয়ারলাইনসটি ২০১৫ সালে ফ্লাইট বন্ধ করে দেয়।
এনআই/এসএম