ব্রিটিশ মেডিকেল টিমের চিকিৎসাসেবা পরিদর্শন করলেন হাইকমিশনার
জুলাই-আগস্ট বিক্ষোভের সময় আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
বুধবার (১৩ নভেম্বর) তারা নিটোর পরিদর্শন করেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন
হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের অভিজ্ঞ মেডিকেল দলের সদস্যরা ৫ নভেম্বর থেকে শুরু করে কয়েক ডজন আহত ছাত্রকে চিকিৎসা পরামর্শ দিয়েছেন। প্রতিদিন দুই থেকে তিনটি জটিল অস্ত্রোপচার, ফিজিওথেরাপি ও পুনর্বাসন সহায়তা দিচ্ছেন তারা।
সারাহ কুক বলেন, স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন পরিদর্শন করেছি। বাংলাদেশের তরুণদের সাহসিকতার প্রশংসা করতেই হয়।
হাইকমিশনার হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন।
এনআই/এসএসএইচ