রামপুরায় খাল পরিষ্কার অভিযানে ডিএনসিসি
জাতীয় যুব দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজধানীর রামপুরায় খাল পরিষ্কার অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)
শুক্রবার (০১ নভেম্বর) সকাল থেকে ডিএনসিসির আয়োজনে খালে পরিষ্কার অভিযান কার্যক্রম চলছে। কার্যক্রমটি পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. মাহমুদুল হাসান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, জাতীয় যুব দিবস উপলক্ষ্যে সারা বাংলাদেশে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্রবার সকালে রামপুরায় খাল পরিষ্কার কার্যক্রমে ডিএনসিসির ২৫০ জন পরিচ্ছন্ন কর্মী অংশ নেয়। একটি অত্যাধুনিক ফ্লোটিং এস্কেভেটর ব্যবহার করে খালের তলদেশ থেকে ময়লা পরিষ্কার করা হয়।ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম পরিষ্কার কার্যক্রম সরেজমিনে তদারকি করেন। এ সময় তারা ফ্লোটিং এস্কেভেটরে চড়ে এর কার্যক্রম দেখেন। খালের জমি কেউ যেন অবৈধভাবে দখল করতে না পারে এ ব্যাপারে সোসাইটির নেতৃবৃন্দকে সোচ্চার থাকার আহ্বান জানান তারা।
আরও পড়ুন
পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন— ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান প্রমুখ।
এএসএস/এমএ