ভিসা দেওয়া না দেওয়া ভারতের সার্বভৌম অধিকার : পররাষ্ট্র উপদেষ্টা
ভারতীয় ভিসা জটিলতা নিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভিসা দেওয়া বা না দেওয়া একটি দেশের সার্বভৌম অধিকার। এটি নিয়ে আমরা প্রশ্ন করতে পারি না। যেটি আমরা করতে পারি এবং করেছি, সেটি হচ্ছে আমাদের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে বুঝিয়ে বলা হচ্ছে, আমাদের সমস্যার কথা।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় ভিসা ইস্যুতে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তৌহিদ হোসেন বলেন, ভারতীয় ভিসা দেওয়া নিয়ে জটিলতা চলছে। এখন মাত্র ১০ শতাংশ ভিসা দেওয়া হচ্ছে। ভারতে শুধু জরুরি চিকিৎসা ভিসা ছাড়া আর সবকিছু বন্ধ। ১০ শতাংশ সক্ষমতায় তারা কাজ করছে। এটিতে আমার আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হচ্ছে অন্য দেশের জন্য যে সমস্যা তৈরি সেখানে।
তিনি বলেন, তারা বলেনি ভিসা দেবে না। আমরা আশা করছি তারা তাড়াতাড়ি পদক্ষেপ নেবে। নিরাপত্তার বিষয়ে যদি তাদের সমস্যা হয়ে থাকে আমরা অতিরিক্ত নিরাপত্তা দিতে রাজি আছি। কিন্তু তারা কতটুকু বাড়াবে এক্টিভিটি সেটা সম্পূর্ণ তাদের ওপর নির্ভর করবে।
বাংলাদেশ ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধ করবে কিনা-জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমরা এখন পর্যন্ত ভিসা রেস্ট্রিকশান অফিশিয়ালি করিনি। আমরা মনে হয় বাস্তবেও করার পরিকল্পনা করা হচ্ছে না। আমাদের ভিসা ব্যবস্থা চালু আছে।
বাংলাদেশে ২৫ লাখ ভারতীয় নাগরিকের চাকরি বিষয়ে তৌহিদ হোসেন বলেন, সংখ্যাটা কত আমার কাছে নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়তো বলতে পারবে তারা কত বৈধ ভিসা ইস্যু করেছে। ২৫ লাখ যদি থেকে থাকে আমরা মনে হয় না সবাই বৈধ। এত বৈধ ভিসা অনুমোদন দেওয়া হয়েছে বলে আমার মনে হয় না, এটা আমার মতামত।
এনআই/এসএম