বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে লিবিয়ার প্রটোকল প্রধানের সাক্ষাৎ
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান তাহের হোসেন সোলায়মান।
গত রোববার লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অফিসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
লিবিয়ার বাংলাদেশ মিশন জানায়, বৈঠকে তারা দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাসকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সহায়তা ও সুবিধার জন্য কৃতজ্ঞতা জানান। উভয় পক্ষ দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দূতাবাসের মন্ত্রী (রাজনৈতিক) কাজী আসিফ আহমেদ।
এনআই/এমএ