শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিএনসিসিতে বিকেলে সভা
শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য মতবিনিময় সভা ডেকেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসি এলাকার বিশ্ববিদ্যালয় ও কলেজের ভিসি ও প্রিন্সিপালরা উপস্থিত থাকবেন।
সোমবার (২৯ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আজ বিকেল ৪টায় গুলশানে ডিএনসিসি নগর ভবনে এ সভায় উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভায় সভাপতিত্ব করবেন উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম।
আরও পড়ুন
এএসএস/এসএসএইচ