জেনেভায় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আরিফুল ইসলাম
শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলামকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ করেছে সরকার। এ দায়িত্বের পাশাপাশি তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিসিএস ১৭তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আরিফুল ইসলাম জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমানের স্থলাভিষিক্ত হবেন।
পেশাদার কূটনৈতিক হিসেবে আরিফুল ইসলাম জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ছিলেন। তিনি বাংলাদেশের কলকাতা মিশনের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আরিফুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি কূটনীতি ও বাণিজ্য বিষয়ে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অর্জন করেন।
এনআই/এসএম