চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের ৭ জন গ্রেপ্তার
রাজধানীর কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। গ্রেপ্তার হলেন– মো. আলবি, সাগর, রনজু ওরফে রমজান, আরিফ, মো. মারুফ, সাব্বির ও আলিফ।
বুধবার (১৯ জুন) রাতে কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, বুধবার রাতে কামরাঙ্গীরচর থানার আজিজিয়া মসজিদ গলির জুতার কারখানার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনার কামরাঙ্গীরচর থানায় একটি চুরির মামলা হয়।
আরও পড়ুন
তিনি বলেন, মামলাটির ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তার কামরাঙ্গীরচর ও ঢাকা জেলার সাভার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে মো. ইমরান হোসেন মোল্লা বলেন, গ্রেপ্তাররা পেশাদার চোরাই মোটরসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।
কামরাঙ্গীরচর থানার মামলায় গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এআর/এসএসএইচ