লিচু খেয়ে কানাডার হাইকমিশনার বললেন— উপেক্ষা করা হচ্ছে
বাংলাদেশের লিচুতে মজেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস। তার ভাষ্য, বাংলাদেশের মিষ্টি লিচুকে উপেক্ষা করা হচ্ছে।
শনিবার (১ জুন) রাতে কানাডার হাইকমিশনার তার এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে লিচু নিয়ে এমন অভিমত ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
হাইকমিশনার লিলি লিখেছেন, বাংলাদেশের ‘আম কূটনীতি’ সম্পর্কে আমরা অনেক কিছু শুনি। কিন্তু ব্যক্তিগতভাবে, আমি মনে করি বাংলাদেশের চমকপ্রদ মিষ্টি লিচুকে উপেক্ষা করছি। (লিচুর) মৌসুম থাকতে থাকতে চেখে দেখতে পারেন।
এনআই/এমজে