ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গুলি, পুলিশ বলছে ‘মিসফায়ার’
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) সামনে গুলির ঘটনা ঘটেছে।
বুধবার (৮ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ওই স্কুলের জনৈক অভিভাবকের গাড়ি থেকে এই গুলি করা হয়। গুলিতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো মানুষ হতাহত হননি।
খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ভাটারা থানা পুলিশ।
গুলির ঘটনাকে পুলিশের পক্ষ থেকে ‘মিসফায়ার’ বলে দাবি করা হচ্ছে। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার(ডিসি) হাসানুজ্জামান মোল্যা বলেন, কোন গাড়ি থেকে কার বন্দুক থেকে গুলি বের হলো, তা তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন
তিনি ঢাকা পোস্টকে বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ই-ব্লকের এভারকেয়ার হাসপাতালের পাশে আইএসডির সামনে গুলির ঘটনা ঘটে। এক গানম্যানের বন্দুক থেকে অপ্রত্যাশিতভাবে গুলি বের হয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।
ঘটনা প্রসঙ্গে ভাটারা জোনের সহকারী কমিশনার রাজন কুমার সাহা ঢাকা পোস্টকে বলেন, স্কুলের সামনে এহসান গ্রুপ ও ভরসা গ্রুপের দুটি গাড়ি এসেছিল। দুটি গাড়িই এসেছিল বাচ্চা নেওয়ার জন্য। একটি গাড়িতে গানম্যান ছিলেন। সেই গাড়ির গ্যানম্যানের হাতে থাকা বন্দুক থেকে মিসফায়ার হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি।
তিনি আরও বলেন, গানম্যানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বন্দুকের লাইসেন্সের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জেইউ/এমজে