ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব
আগামী ২০ এপ্রিল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর এটি দিল্লির কোনো প্রতিনিধির প্রথম ঢাকা সফর হবে।
ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকায় আসার তথ্য নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ সফরটি ভারত ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর আদান-প্রদানের অংশ। এই সফরে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা হবে, সেজন্য ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসবেন।
ঢাকার কূটনৈতিক একটি সূত্র বলছে, টানা চতুর্থ মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর দিল্লির প্রথম প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা। ভারতীয় পররাষ্ট্রসচিবের সফরটি নানা কারণে গুরত্বপূর্ণ। কেননা, মে মাসজুড়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হবে। তার সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করার সুযোগ রয়েছে। আবার আগামীতে ভারতে নতুন সরকার গঠনের পর দেশটির সঙ্গে নিকটতম প্রতিবেশীর সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হতে পারে।
বিনয় কোয়াত্রার ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে আলোচনার ইঙ্গিত দিচ্ছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, ঢাকা সফরকালে ভারতীয় পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে কোয়াত্রার।
এর আগে, গত বছরের ফেব্রুয়ারিতে জি-২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্রসচিব ঢাকা সফর করেন। ওই সময় তিনি মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন।
এনআই/এসএম