সিঁড়ি দখল করে দোকান পরিচালনা করায় জরিমানা
মার্কেটের ভেতরে অবস্থিত জরুরি নির্গমন সিঁড়ির জায়গা বন্ধ করে দোকান পরিচালনার কারণে গুলশান ২ নম্বরের সোনারগাঁও জেনারেলে স্টোর নামের একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বুধবার (৬ মার্চ) গুলশান এবং বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরপত্তা ব্যবস্থা তদারকি করতে অভিযান চালাচ্ছে ডিএনসিসির একটি দল। অভিযান পরিচালনা করছেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। এ সময় দোকানটিকে জরিমানা করা হয়।
আরও পড়ুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, এই ভবনটির জরুরি নির্গমন সিঁড়ির জায়গা দখল করে দোকান করে তোলার কারণে দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, বেইলি রোডের সেই ভবনের প্রথম তলায় ‘চায়ের চুমুক’ নামে একটি রেস্টুরেন্ট ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত, যা পরে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা তদারকি করতে অভিযান পরিচালনা করছে বিভিন্ন সংস্থা।
এমএসি/কেএ