বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অস্বস্তি কেটে গেছে
বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কে যে অস্বস্তি বিরাজ করছিল তা কেটে গেছে বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ব্রাসেলস সফর শেষে সোমবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনায় এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়ে বাংলাদেশে অর্থনৈতিক লক্ষ্য অর্জনের জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই চিঠির পর সম্পর্কে আর অস্বস্তি থাকতে পারে না।
ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক আরও শক্তিশালী হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশের সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, রোহিঙ্গাসহ একাধিক ইস্যুতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
এনআই/জেডএস