দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করা হলেও শেষ পর্যন্ত সেভাবে বাড়েনি ভোটার উপস্থিতি। আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল জানান, নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।নির্বাচন ঘিরে কখন-কোথায়-কী হচ্ছে, সবকিছুর লাইভ আপডেট—
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া -কোটালীপাড়া) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল না করার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাটোর-৩ আসনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহমেদ পলক।
বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ, উন্মুক্ত এবং বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার অ্যান্দ্রে ওয়াই শুটব।
ঢাকা-১২ ঢাকা-১২ আসনে ৬৫টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত ৪৪ হাজার ৪০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের খোরশেদ আলম খুশু পেয়েছেন ১ হাজার ৪৪ ভোট।
ঢাকা-১০ ঢাকা-১০ আসনে ১০ কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদ। তিনি পেয়েছেন ৩ হাজার ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান। তিনি পেয়েছেন ১২২ ভোট। বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. সাবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ঢাকা-৯ এখন পর্যন্ত ৩৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ১৮ হাজার ৩৮২। এরমধ্যে নৌকা প্রতীকের প্রার্থী সাবের হোসেন চৌধুরী পেয়েছেন ১৭ হাজার ৪০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের কাজী আবুল খায়ের পেয়েছেন ৫৩০ ভোট।
নির্বাচনে সহিংসতার অভিযোগে ৯ আসনের ২১ কেন্দ্রে ভোট স্থগিত
ঢাকা-১০ আসনের ৩ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদ পেয়েছেন ১৫৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙল প্রতীকের হাজি মো. শাহজাহান পেয়েছেন ৫০ ভোট।
ঢাকা-১৩ আসনে ৩ কেন্দ্রের ফলে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জাফর ইকবাল নান্টু। এখন পর্যন্ত পাওয়া ফল : জাহাঙ্গীর কবির নানক পেয়েছেন ১২১৬ ভোট, মো. জাফর ইকবাল নান্টু পেয়েছেন ২৮ ভোট।
সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ, জানালেন প্রধান নির্বাচন কমিশনার
ঢাকা-৮: ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী বাহাউদ্দিন নাছিম পেয়েছেন ৭৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী এম এ ইউসুফ পেয়েছেন ১৫ ভোট।
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটগ্রহণ শেষে সারা দেশে শুরু হয়েছে গণনার কাজ।
টাঙ্গাইলের গোপালপুরের একটি ভোটকেন্দ্র ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড গুলি ছুড়েছে।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। রোববার বিকেলে এ সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।
কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৭ দশমিক ১৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
ঝিনাইদহের শৈলকুপায় নৌকা প্রতীকের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহিলা আনসার সদস্যসহ ৮ জন হয়েছেন। ঘটনার পর আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
বরগুনার বুড়িরচর ইউনিয়নের হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই প্রার্থীর এজেন্টকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বেশ কিছু সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন তিনি।
বুয়েটে কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ৫ শতাংশ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।
রাজধানীর হাজারীবাগ বটতলা আনোয়ারুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্র এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ জন আহত হয়েছেন।
ঢাকাসহ সারা দেশে কেন্দ্রে কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা উন্মুখ হয়ে রয়েছে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম জিল্লুর রহমান। তার বয়স আনুমানিক ৩৮ বছর।
জাল ভোট দেওয়ার অভিযোগে মো. সাবেত (১৮) নামে এক যুবককে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের ৮৫ নম্বর ভোটকেন্দ্র পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে তাকে এ কারাদণ্ড দেওয়া হয়।
নির্বাচন কমিশনে (ইসি) স্থাপিত আইনশৃঙ্খলা বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলে উপস্থিত হয়ে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে সারা দেশের ভোট কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি শোনেন সিইসি কাজী হাবিবুল আউয়াল এবং তাদের কোথাও কাউকে ছাড় না দেওয়ার কড়া নির্দেশ দেন তিনি। • বিস্তারিত পড়ুন এখানে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচনের পর বিদেশি কারা কী করবে, কী দেবে এটা তাদের ব্যাপার। যখন দেবে তখন দেখা যাবে, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নেই। ভয় পেয়ে হাত-পা গুটিয়ে থেকে লাভ হবে না, এটা মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। তবে সাবধান থাকা ভালো, এটা নিয়ে মাতামাতি করার কিছু নেই।
যারা ভোট বর্জন করেছে ভোটাররা তাদের বর্জন করেছে : ওবায়দুল কাদের
এবার ভোটার উপস্থিতি কম হবে বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। বগুড়া সদরের এরুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটদান শেষে এ মন্তব্য করেন তিনি। হিরো আলম বগুড়া-৪ আসনের প্রার্থী হলেও বগুড়া সদরের এরুলিয়ার ভোটার।
সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ করেছেন ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্ন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এটাই আমার প্রথম পর্যবেক্ষণ কেন্দ্র ছিল। সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট পর্যবেক্ষণ করব। সারাদিন একটা ব্যস্ত সময় যাবে। এখানে এসে স্বল্প সংখ্যক ভোটার দেখেছি। • বিস্তারিত পড়ুন এখানে।
ভোটগ্রহণ শুরুর দুই ঘন্টা পার হলেও রাজবাড়ী-১ আসনের অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি দেখা যায়নি।
লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রতিমন্ত্রী পলক
গাজীপুর মহানগরের বোর্ড বাজারের উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানার কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। • বিস্তারিত পড়ুন এখানে।
ঢাকা-১০ : কেন্দ্র ঘুরে লাঙ্গলের প্রার্থী বললেন ভোটের পরিবেশ স্বাভাবিক
ঢাকা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী হারুনর রশিদ মুন্না বলেছেন, আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী, নৌকার প্রার্থী। এই আসন থেকে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
যশোরে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত
চট্টগ্রাম-৯ আসনে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। নগরের আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি।
পটুয়াখালীর দুমকি থেকে সেখানকার অবস্থান জানাচ্ছেন মাহমুদ হাসান রায়হান
দেশের শত্রুদের জনগণ রেড কার্ড দেখিয়ে ভোট কেন্দ্রে আসবে
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেন রিটার্নিং কর্মকর্তা।
ঢাকা-১৮ আসনের উত্তরা ১ নম্বর সেক্টরে স্কলাস্টিকা কেন্দ্রের চিত্র।
চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
রাজধানীর সায়েদাবাদ রেলগেটের করাতিটোলার শের-এ-বাংলা মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে অন্তর (২২) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।