অভিযানের আগেই অবৈধ দখলদারদের জায়গা খালি করার নির্দেশ
উচ্ছেদ অভিযান পরিচালনার আগেই রাস্তা ও খালের আশপাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে দখলে রাখা জায়গা খালি করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার ( ১৮ অক্টোবর) রাজধানীর রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিংয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, উচ্ছেদ কর্মসূচি পরিচালনার আগেই রাস্তা ও খালের আশেপাশের জায়গা খালি করে চলে যান। না হলে বুলডোজার ভাঙচুর শুরু করলে কিছুই নিয়ে যেতে পারবেন না।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাদের তদারকি করতে কোনো সমস্যা হলে আমরাই জনগণকে নিয়ে তদারকি করব। যেসব হাউজিং কোম্পানিগুলো যে পরিকল্পনা জমা দিয়ে অনুমোদন নিয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করুন।
তিনি আরও বলেন, বিভিন্ন হাউজিং কোম্পানি তাদের প্রকল্পে মাঠ, পার্ক, রাস্তা-ঘাট, ড্রেন ও বিনোদনের জায়গা দেখায়। এসব দেখিয়ে কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসা করার অনুমতি নিয়ে আসে। এত সুযোগ-সুবিধা দেখে মানুষ যখন জায়গা কিনতে শুরু করে, তখনি তারা মাঠটাকে প্লট করে ফেলে। তখন তারা খোলা জায়গাটা প্লট করে ফেলে এবং বিক্রি করে দেয়।
ডিএনসিসি মেয়র বলেন, রুপনগর থেকে তুরাগ নদী পর্যন্ত খালের আশপাশে কোনো বাড়ি তৈরি করা যাবে না। এছাড়া যেখানে খেলার মাঠ আছে সেগুলো অবৈধভাবে কেউ দখল রাখলে তা উদ্ধার করা হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পল্লবী ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার। এতে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফাজ্জল হোসেন টেনুসহ অনেকে।
এএসএস/কেএ