ডিএনসিসির দ্বিতীয় দিনের অভিযানে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়
ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের দ্বিতীয় দিনে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও চারটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ জুলাই) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন জানিয়েছেন, আজ দিনব্যাপী ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, ডিএনসিসির দশটি অঞ্চলেই একযোগে অভিযান পরিচালনা করেছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। পুরো জুলাই মাসে এ বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ডিএনসিসির বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযানে অংশ নেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, উপ-প্রধান স্বাস্থ্য কর্মকর্তা লেফটেনেন্ট কর্নেল মো. গোলাম মোস্তফা সারওয়ার প্রমুখ।
এছাড়াও ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা মশক কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন এবং মশার উৎসস্থল ধ্বংস করেন।
এএসএস/এফকে