ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার, দেখতে যাবেন পদ্মা সেতু
তিন দিনের সফরে আগামী শুক্রবার (২৬ মে) ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। চার সদস্যের প্রতিনিধিদল নিয়ে পররাষ্ট্র সচিব পর্যায়ের সভা ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) যোগ দিতে ঢাকায় আসছেন ওয়েইডং।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, শুক্রবার চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বাংলাদেশে আসবেন। ঢাকায় বাংলাদেশ ও চীনের মধ্যে এফওসি হবে। তাতে তিনি নেতৃত্ব দেবেন। তার সঙ্গে চার সদস্যের একটি প্রতিনিধিদল আসবে।
জানা গেছে, এফওসির বাইরে চীনের ভাইস মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি পদ্মা সেতু দেখতে যাবে চীনা প্রতিনিধিদল।
দুই দেশের সামগ্রিক বিষয় নিয়ে হতে যাওয়া এফওসিতে ঢাকার পক্ষে এফওসিতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং সান ওয়েইডং এফওসিতে বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেবেন।
সান ওয়েইডং ভাইস মিনিস্টারে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছেন। তিনি ভারত ও পাকিস্তানে চীনের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন।
এনআই/জেডএস