এবার ঈদুল আজহায় ৮টি অস্থায়ী পশুর হাট বসাবে ডিএনসিসি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ৮টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইতিমধ্যে অস্থায়ী ৮টি হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।
অস্থায়ী হাটের মধ্যে রয়েছে, ভাটারা (সাইদ নগর) সংলগ্ন খালি জায়গা, উত্তরা ডিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর বউ বাজার এলাকার খালি জায়গা, বাড্ডা ইস্ট্রার্ন হাউজিং আফতাব নগর ব্লক বি হতে এইচ পর্যন্ত খালি জায়গা, মিরপুর সেকশন ৬, ওয়ার্ড ৬ এর খালি জায়গা, মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা এবং ৪৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড.মোহাম্মদ মাহে আলম বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর অস্থায়ী ৮ হাটের ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে দরপত্র গ্রহণ, খোলাসহ সার্বিক বিষয় উল্লেখ করা আছে। এসব অস্থায়ী হাটের ইজারার মেয়াদকাল হবে ঈদের দিনসহ মোট ৫ দিন।
গত বছর ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাটসহ মোট ১১টি হাট বসেছিল। সেই সঙ্গে গতবছরের মতো এ বছরেও ডিজিটাল হাটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ৪র্থ বারের মতো ডিজিটাল হাটের আয়োজনে ই-ক্যাব এবং বাংলাদেশ ডেইরি ফামার্স অ্যাসোসিয়েশনের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর খামারিরা পশু বিক্রি করতে পারবেন।
এএসএস/এসকেডি