তুরস্ককে ২ হাজার তাঁবু পাঠাল বাংলাদেশ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ককে ২ হাজার তাঁবু পাঠিয়েছে বাংলাদেশ। দেশটির চাহিদা অনুযায়ী আরও ৮ হাজার তাঁবু পাঠাবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
সোমবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এসব তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, তুরস্কের চাহিদা অনুযায়ী তাদের একটি বিশেষ কার্গো বিমানে ২ হাজার তাঁবু পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে আরও ৮ হাজার তাঁবু পাঠানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্র বলছে, গত ৯ ফেব্রুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক জরুরি সহায়তা হিসেবে বাংলাদেশের কাছে ১০ হাজার তাঁবু চেয়েছে। আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সহায়তা চায়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮।
এনআই/এমএ