মেট্রোরেল: উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৮১ ভাগ কাজ শেষ
চলতি মাসের ৯ মার্চ পর্যন্ত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন প্যাকেজ-৬ এর উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত ৮১.৪২ শতাংশ অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) মেট্রোরেলের সর্বশেষ অগ্রগতি প্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সার্বিক গড় অগ্রগতি ৫৮ দশমিক ৭২ শতাংশ, ২০ দশমিক ১০ কিলোমিটার ভায়াডাক্টের মধ্যে ১৩ দশমিক ২৭৫ কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান হয়েছে। ডিপোর অভ্যন্তরে ১৬ দশমিক ৯০ কিলোমিটার রেল লাইন স্থাপন করা হয়েছে। ভায়াডাক্টের ওপরে ১০ কিলোমিটার রেল ট্র্যাক প্লিন্থ কাস্টিং সম্পন্ন হয়েছে। রোড কাম রেইল ভেহিক্যাল ব্যবহার করে ডিপোর অভ্যন্তরে ও ভায়াডাক্টের ওপরে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম স্থাপনের কাজও এগিয়ে চলছে।
ইতিমধ্যে ডিপোর অভ্যন্তরে ছয় কিলোমিটার ওভারহেড ক্যাটেনারি সিস্টেম স্থাপন করা হয়েছে। প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি ৮১ দশমিক ৪২ শতাংশ। দ্বিতীয় পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি ৫৪ দশমিক ৬১ শতাংশ।
ডিএমটিসিএল জানায়, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চলতি বছরের ১৬ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে দেশের প্রথম মেট্রো ট্রেন সেট। এবছরের ২৩ এপ্রিল উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেল প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। জাপান থেকে ঢাকার পথে মেট্রোরেল। ঢাকায় মেট্রোরেলের কোচ আসলেই পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে স্বাধীনতার বছরে মেট্রোরেল উদ্বোধনের জন্য দিনরাত কাজ করা হচ্ছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন এবছরের ১৬ ডিসেম্বর মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন করা হবে। ঢাকার যানজট নিরসন ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক, দ্রুততর ও নির্বিঘ্ন করতে ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প গৃহীত হয়। ২৪ সেট ট্রেন চলাচল করবে। প্রত্যেকটি ট্রেনে ছয়টি করে কার থাকবে। যাত্রী নিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটবে এ ট্রেন। উভয়দিক থেকে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহনে সক্ষমতা থাকবে মেট্রোরেলের। প্রকল্পের মোট ব্যয় ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মধ্যে প্রকল্প সাহায্য হিসেবে ১৬ হাজার ৫৯৪ কোটি ৫৯ লাখ টাকা ঋণ দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
এসআর/ওএফ