শেখ হাসিনা দেবীর মতো : আসামের বিধানসভার স্পিকার
বাংলাদেশ দেখতে এসেছেন জানিয়ে আসামের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি বলেছেন, শেখ হাসিনা দেবীর মতো। তিনি এ দেশের উন্নতির জন্য কী কী করেছেন সেটা দেখতে এসেছি।
সোমবার (২১ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
বিশ্বজিৎ দাইমারি বলেন, আমরা বাংলাদেশ দেখতে এসেছি। দীর্ঘ সংগ্রামের পরে এ দেশটা যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়েছে সেটা অনন্য। ৭৫ বছর আগে বাংলাদেশ ও আসামের মধ্যে যে সম্পর্ক ছিল, আমি সেটি ফিরিয়ে আনতে চাই। আশা করি, আমরা সেই সম্পর্ককে এগিয়ে নিতে সক্ষম হব।
আসামের বিধানসভার স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাস, মৌলবাদ এবং সহিংস চরমপন্থার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রশংসা করে বলেন, তার (শেখ হাসিনা) এ নীতি সমগ্র অঞ্চলে শান্তি ও সমৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।
ড. মোমেন বলেন, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই সন্ত্রাসবাদ মোকাবিলায় সফলতা দেখিয়েছেন। যার ফলে আসামেও শান্তি বিরাজ করছে। আমরা শান্তি ও স্থিতিশীলতায় বিশ্বাসী।
আসাম থেকে পাইপ লাইনের মধ্যমে ডিজেল আনার কাজ প্রক্রিয়াধীন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকে এনআরসি ইস্যুতে কোনো আলোচনা হয়েছে কী-না, জানতে চাইলে মোমেন বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি।
ভারতের আসাম রাজ্যের বিধানসভার স্পিকারের নেতৃত্বে ৩২ জন সংসদ সদস্যসহ ৫৪ জনের একটি প্রতিনিধিদল পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে গত শনিবার বাংলাদেশ সফরে আসেন। আগামীকাল বুধবার (২২ নভেম্বর) সফরের শেষ দিন।
ঢাকা সফরকালে বিধানসভার সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর সঙ্গেও বৈঠক করেছেন।
এনআই/এসকেডি