নৌকাডুবিতে দুরন্ত বিপ্লবের মৃত্যু, অবহেলার অভিযোগে গ্রেপ্তার ৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লব নিরহংকারী মানুষ ছিলেন। তার ব্যক্তিগত কোনো শত্রু ছিল না, অনেক টাকা-পয়সার মালিকও ছিলেন না, ছিল না রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ। লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে মারা যান তিনি।
ঘটনার পাঁচ দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় অবহেলার কারণে মর্নিং সান-৫ লঞ্চের ছয় কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।
গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন— লঞ্চের প্রথম মাস্টার হাফেজ মো. সাইদুর রহমান (৩৮), দ্বিতীয় মাস্টার আলামিন (৩৫), ইঞ্জিনচালক মো. মাসুদ রানা (৩৮), ইঞ্জিনচালক ইমন হোসেন (২৩), সুকানি মো. সালমান (২১) ও লঞ্চের সুপারভাইজার ইব্রাহীম খলিল (২৯)।
রোববার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
তিনি বলেন, গত ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লব ঢাকার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে জিনজিরা সোয়ারিঘাট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার উদ্দেশে রওনা দেন। পথে তিনি নিখোঁজ হন।
আরও পড়ুন : খুন নয়, নৌকাডুবিতে মারা যান ছাত্রলীগ নেতা দুরন্ত
পাঁচ দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বুড়িগঙ্গা নদীতে একজনের মরদেহ ভেসে ওঠে। সেদিন রাতে মরদেহটি নিখোঁজ দুরন্ত বিপ্লবের বলে নিশ্চিত করেন তার স্বজনরা। এ ঘটনায় প্রথমে একটি সাধারণ ডায়েরি এবং পরে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ওই ঘটনায় পিবিআই ও ডিবি লালবাগ বিভাগ ছায়া তদন্ত করছিল। আমরা ওই ঘটনায় ভিকটিমের আত্মীয়স্বজন, বন্ধু ও স্ত্রীর সঙ্গে কথা বলি। সংশ্লিষ্ট এলাকার লঞ্চ, নৌকা, খেয়াঘাটের ইজারাদার ও মাঝিদের সঙ্গে কথা বলি। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের মুভমেন্ট সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়।
মামলার ছায়া তদন্ত চলাকালে ডিবি লালবাগ বিভাগের একাধিক টিম ঢাকা মহানগরী এবং কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান চালিয়ে মৃত্যুর ঘটনায় জড়িত মর্নিং সান-৫ লঞ্চের ছয় কর্মচারীকে গ্রেপ্তার করে।
ডিসি মশিউর রহমান বলেন, ছায়া তদন্ত করতে গিয়ে আমরা নানাভাবে জানার চেষ্টা করেছি, দুরন্ত বিপ্লবের মৃত্যু রাজনৈতিক কারণে নাকি শত্রুতাজনিত। আমরা কোনো শত্রুর সন্ধান পাইনি। আমরা জেনেছি তিনি নির্ঝঞ্জাট মানুষ ছিলেন। যদিও তার পারিবারিক ঝামেলা ছিল। তিনি কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় একা থাকতেন। তার নিঃসঙ্গ জীবনযাপন করতেন। সোনামাটিতে একটি এগ্রোফার্ম পরিচালনা করতেন তিনি। সেখানকার বিভিন্ন পণ্য তিনি প্রতিদিনই ঢাকায় পাঠাতেন।
নিখোঁজের দিন দুরন্ত বিপ্লব তার কর্মচারী হেলালকে সঙ্গে নিয়ে বিকেল ৪টা ৪৪ মিনিটের দিকে কুরিয়ার সার্ভিস বয় গোলাম রাব্বানীর কাছে কিছু সবজির প্যাকেট হস্তান্তর করে বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে নূর ফিলিং স্টেশনের কাছাকাছি রাস্তায় ঢাকা থ ১১-৫৮৭৩ সিএনজি অটোরিকশায় ওঠেন।
অটোরিকশাচালক বিল্লালের ভাষ্য মতে, সন্ধ্যা ৫টা ১৫ থেকে ২০ মিনিটের দিকে তাকে জিনজিরা ঘাটে নামিয়ে দেওয়া হয়।
সিসিটিভি ফুটেজ এবং ডিজিটাল মুভমেন্ট বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ নিশ্চিত হয়, জিনজিরাঘাট ও কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকার নদীর পাড় এলাকায় ভিকটিম বিপ্লবের সর্বশেষ অবস্থান ছিল। এখানে তিনি অবস্থান করেও কুরিয়ার সার্ভিস বয় গোলাম রাব্বানীর সঙ্গে পাঠানো সবজি নিয়ে একাধিকবার ফোনে কথা বলেছেন।
জিনজিরা ঘাট থেকে সোয়ারীঘাটে চলাচল করা খেয়া নৌকার মাঝি শামসু মিয়ার তথ্য মতে, মাগরিবের নামাজের আগে-পরে পাঁচজন যাত্রী নিয়ে তার নৌকা মাঝ নদীতে এলে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মর্নিং সান-৫ লঞ্চ সেটিকে ধাক্কা দেয়। এতে নৌকা ক্ষতিগ্রস্ত হয়ে তলিয়ে যায়। যাত্রীরা পানিতে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে অন্য নৌকা এসে কয়েকজনকে উদ্ধার করতে পারলেও একজন ডুবে যায়। ডুবে যাওয়া যাত্রীই নিহত দুবন্ত বিপ্লব বলে জানা যায়।
লঞ্চের কর্মচারীদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, সেজন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে ডিসি মশিউর রহমান বলেন, দূর থেকে নৌকার গতিবিধি দেখার কথা। নৌকা যাচ্ছিল আড়াআড়িভাবে, লঞ্চ যাচ্ছিল সোজা। লঞ্চের তো নৌকাকে পাশ কাটিয়ে যাওয়ার কথা ছিল। সেই মাপ তাদের জানার কথা। নৌকা লঞ্চকে ধাক্কা দিতে পারে না। লঞ্চই নৌকাকে ধাক্কা দিয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সেটি স্বীকারও করেছেন। ধাক্কা দিয়ে চলে যাওয়ার পর দূরে গিয়ে ইঞ্জিন বন্ধ করে তারা দেখেছে সেখানে আসলে কী ঘটেছে। ততক্ষণে নৌকা তলিয়ে গেছে। নৌকা ডুবিতেই যে বিপ্লবের মৃত্যু হয়েছে তা তার জুতা উদ্ধার এবং মোবাইল টাওয়ারের সর্বশেষ অবস্থান অনুযায়ী স্পষ্ট হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের লঞ্চ চালানোর অনুমোদন ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনও বিআইডব্লিওটিএ’র কাছ থেকে জানতে পারিনি তাদের আদৌ অনুমোদন ছিল কি না। তবে ২১ বছরের সুকানি সালমান পূর্ণ বয়স্ক হলেও অভিজ্ঞতা তার কতটুকু ছিল সেটা খতিয়ে দেখা হবে।
ময়নাতদন্তের প্রাথমিক বক্তব্যে চিকিৎসক বলেছিলেন, দুরন্ত বিপ্লব হত্যার শিকার হয়েছিলেন— এ ব্যাপারে ডিসি মশিউর রহমান বলেন, এ ধরনের কনক্লুশন দেওয়ার দায়িত্ব চিকিৎসকের নয়। ময়নাতদন্তকারী চিকিৎসক বলতে পারেন না হত্যা নাকি আত্মহত্যা। একজন ব্যক্তি ছাদ থেকে লাফিয়েও আঘাতপ্রাপ্ত হয়ে মারা যেতে পারেন। দুরন্ত বিপ্লব নৌকা ডুবে পানিতে তলিয়ে যান, তিনি হয়ত সাঁতারে পটু ছিলেন না বা জানতেন না। তার মরদেহ উদ্ধার করা হয় পাঁচ দিন পর। এ সময়ের মধ্যে তিনি নিখোঁজ থেকে শুরু করে উদ্ধার পর্যন্ত যেকোনো পর্যায়ে আঘাতপ্রাপ্ত হতে পারেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার কথা বলতে পারেন। কিন্তু হুট করে বলতে পারেন না এটি হত্যা, অবহেলাজনিত মৃত্যু নাকি আত্মহত্যা।
জেইউ/এসএসএইচ