অপরাজিতা-২০২১ পেলেন ১০ নারী
নারী জাগরণে পথপ্রদর্শক, অগ্রজ ও পথিকৃৎ পাঁচ মুক্তিযোদ্ধাসহ ১০ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘আমিন জুয়েলার্স অপরাজিতা ২০২১’ নামের এ সম্মাননা দেওয়া হয়।
মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর কর্ম ও নেতৃত্বের স্বীকৃতি জানাতে এ পুরস্কার দেয়া হয়। সম্মাননা প্রদান করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে পাঁচ জনকে সম্মাননা দেওয়া হয়। অপরাজিতাদের মধ্যে সম্মাননা পাওয়া নারী মুক্তিযোদ্ধারা হলেন- আয়েশা বেগম, মুস্তারী শফি, রিজিয়া বেগম, হাফিজা বেওয়া এবং সঙ্গীতশিল্পী শাহিন সামাদ।
এছাড়া চ্যালেঞ্জিং, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি ও সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে এক জন করে এ সম্মাননা পেয়েছেন। এর মধ্যে কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নারী উদ্যোক্তা মৌসুমি ইসলাম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, দেশের প্রথম নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণকারী নিশাত মজুমদার এবং বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি জয়া চাকমা এ সম্মাননা পেয়েছেন।
এর আগে ছয়টি ক্যাটাগরিতে ১০ জনকে এ সম্মাননায় ভূষিত করে জুরি বোর্ড। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। সদস্য হিসেবে ছিলেন কবি রুবি রহমান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও কবি আলফ্রেড খোকন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিন জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক কাজী আমিনুল ইসলাম, কাজী অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান ইসমত আরা জাকিয়া, এনটিভির পরিচালক আসফাক উদ্দিন আহমেদ, বাঘবাংলা এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক সাকিব ইবনে সুলতান প্রমুখ।
এসআই/এফআর