জিনের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতেন তিনি
জিনের ভয় দেখিয়ে প্রতারণার মাধ্যমে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া কথিত তান্ত্রিকের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মো.শরীফ হোসেন। সোমবার কুমিল্লার চান্দিনা থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আনুমানিক ৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়েছে।
• আরও পড়ুন : পাওনা ফেরতের প্রলোভনে জিনের বাদশাহ হাতিয়ে নিল ২০ লাখ টাকা
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মুখ্যপাত্র) জিসানুল হক এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তার শরীফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি স্কুলপড়ুয়া ছাত্রী ও নারীদের জিনের ভয় দেখাতেন। টাকা বা স্বর্ণালঙ্কার না দিলে তিনি জিন দিয়ে ক্ষতি করানোর ভয় দেখাতেন। ভয় পেয়ে নারীরা তাকে বিকাশে টাকা ও কুরিয়ারে স্বর্ণালঙ্কার পাঠাতেন।
এমএসি/এনএফ