চলতি বছরেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করতে চায় নেপাল
চলতি বছরের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করতে চায় নেপাল। সেই লক্ষ্যমাত্রা নিয়ে নেপাল সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি, পানি সম্পদ ও সেচ মন্ত্রণালয়ের মন্ত্রী পাম্পা ভুসাল।
শনিবার (১০ সেপ্টেম্বর) নেপালের গণমাধ্যম খবরহাবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরহাবের প্রতিবেদনে বলা হয়, শনিবার কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন জ্বালানি মন্ত্রী পাম্পা ভুসাল। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভুসাল বলেন, বর্তমানে শুধু ভারতেই বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল। সরকার এই বছরের মধ্যে রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করতে কাজ করছে।
নেপালের জ্বালানি মন্ত্রী বলেন, এখন আমরা বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করব। উৎপাদন অংশীদারিত্বের বিষয়ে একটি চুক্তি হয়েছে। এ বছর থেকে বাংলাদেশে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
চলতি বছরের এপ্রিলে ঢাকা সফর করেন নেপালের জ্বালানি মন্ত্রী। ওই সময় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেন নেপালি জ্বালানি মন্ত্রী। বৈঠকে তিনি দেশটির জলবিদ্যুতের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছিলেন।
এনআই/এমএইচএস