ফুলবাড়ীর রুবেল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত হওয়া বগুড়া সদরের ফুলবাড়ীর রুবেল প্রামাণিকের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত রুবেলের পরিবার।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার।
নিহত রুবেলের পিতা সনজীবন আলম প্রামাণিক বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ষড়যন্ত্র করে আমার ছেলেকে মেরে ফেলেছে। জমিটি ছিল আমার। আমার দলবল, টাকা-পয়সা নেই। যার কারণে ৪ বছর চার মাসেও মামলার কোনো অগ্রগতি হয়নি এবং কোনো আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি করছি।
• আরও পড়ুন : বনানীর সেই বাসায় জব্দ হলো যেসব বিদেশি মাদক
তিনি বলেন, রুবেল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামিরা উল্টো আমাদের হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। হত্যাকারী সকলের বাড়ি ফুলবাড়ি দক্ষিণপাড়ায়। আসামিরা দিনের পর দিন হুমকি দিচ্ছে এবং প্রায়ই বাড়ি ঘরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন নিহত রুবেলের বাবা।
তিনি বলেন, আসামিরা মাদক ব্যবসায়ের সাথে জড়িত বিধায় তাদের বিরুদ্ধে কথা বলতে মানুষ ভয় পায়। একদিকে ছেলে হারানোর তীব্র যন্ত্রণা এবং অন্যদিকে আসামিদের হুমকিতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পুরো পরিবারই নিরাপত্তাহীনতায় ভুগছি।
মানববন্ধনে নিহত রুবেলের মা, বোন ও স্বজনরা উপস্থিত ছিলেন।
আইবি/এনএফ