যমুনা ফিউচার পার্কে দুঃসাহসিক চুরি, নেপথ্যে টিকটকার চক্র
যমুনা ফিউচার পার্কে দুঃসাহসিকভাবে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল সংখ্যক মোবাইল ফোন চুরি করেছে একটি টিকটকার চক্র। পরে এসব মোবাইল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে বিক্রি করে চক্রটি।
সর্বশেষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পরে চক্রটি। এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।
সোমবার (২৫ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: গার্মেন্টস পণ্যের আড়ালে আনা হয় ৩৭ কোটি টাকার বিদেশি মদ
তিনি বলেন, যমুনা ফিউচার পার্কে সকালে দুঃসাহসিক চুরি হয়, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে দুপুরে ওই চোরাই মালামাল বিক্রি হয়। এই চুরির সঙ্গে সংশ্লিষ্ট টিকটকার তিন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে আইফোন, স্যামসাংসহ বিভিন্ন মডেলের চোরাই ফোন জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ।
এমএসি/এসএসএইচ