ডিএনসিসির ২০০ পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ কমিটির সদস্য সংখ্যা বাড়ল
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দৈনিক মজুরি ভিত্তিক ২০০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে গঠন করা কমিটিতে আরও পাঁচ জন সদস্য বাড়িয়েছে সংস্থাটি।
শুক্রবার (২২ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে কমিটিতে সদস্য সংখ্যা বাড়িয়ে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
তিনি জানান, কমিটিতে নতুন করে যুক্ত করা পাঁচ সদস্য হলেন— ঢাকা উত্তর সিটি করপোরেশনের মহাব্যবস্থাপক (পরিবহন), ডিএনসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৭ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোহাম্মদ ফরহাদ এবং ভূগোলবিদ আব্দুল বাছেদকে কমিটির নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে।
আর পড়ুন: সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় ডিএনসিসির কমিটি
ডিএনসিসি সূত্রে জানা গেছে, মূলত ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে সার্বিকভাবে উদ্যোগ গ্রহণ করছে সংস্থাটি। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত গাড়িসহ পরিবহন পুলে বিদ্যমান গাড়িগুলোর যথাযথ ব্যবহার, পাশাপাশি বর্জ্য বিভাগের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে কাজের উদ্যোগ ইতোমধ্যে গ্রহণ করেছে তারা।
এছাড়াও ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমানে নিজস্ব ২৪০২ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত আছে। এছাড়া অন্যান্য বেসরকারি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ভাবে বেশকিছু সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী ডিএনসিসি এলাকায় কাজ করছে নিয়মিত। এ অবস্থায় নতুন করে দৈনিক মজুরি ভিত্তিক ২০০ জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিতে উদ্যোগ গ্রহণ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
এএসএস/এসএসএইচ