গাবতলী কাঁচাবাজারে কৃষকের পণ্য সরাসরি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র বলেছেন, কৃষকরা যেন সরাসরি এসে তাদের পণ্য গাবতলী কাঁচাবাজারে বিক্রি করতে পারে, তারা যেন সঠিক মূল্য পায়— এ বিষয়ে আমরা উদ্যোগ নিতে চেষ্টা করছি। গাবতলীতে জায়গা হলে আমরা কৃষকদের জন্য এমন ব্যবস্থা গ্রহণ করব। ফলে কৃষকরা সরাসরি এখানে এসে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন গাবতলী কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন তিনি।
আতিকুল ইসলাম বলেন, অর্গানিক সবজি, খাদ্যর আমরা যদি সোর্স পাই তাহলে সরাসরি সেগুলো বিক্রি করার জন্য হলিডে মার্কেটের মতো একটি মার্কেট করার কথা চিন্তা করছি। কারওয়ান বাজার যদি গাবতলীতে স্থানান্তর করা হয় তাহলে কিন্তু শহরের মধ্যে ট্রাকসহ এসব পণ্য ঢুকতে হচ্ছে না। ফলে সময়, খরচ কমে আসবে। শহরের মাঝে থেকে বাইরের দিকে যদি বাজার নিয়ে আসা যায় তাহলে এসব উপকার আমরা অবশ্যই পাব।
আরও পড়ুন: ব্যবসায়ীদের ক্ষতি যেন না হয় সেভাবে কারওয়ান বাজার স্থানান্তর হবে
ডিএনসিসি মেয়র বলেন, কারওয়ান বাজার থেকে স্থানান্তর করে গাবতলীতে আনা হলে কোনো ব্যবসায়ীদের কিন্তু ক্ষতি হবে না। আমরা এখানে আধুনিক ব্যবস্থা রাখব। তাদের সুবিধার কথা মাথায় রেখে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। তবে এটা বাস্তবায়ন করতে অনেকটা চ্যালেঞ্জ রয়েছে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা চেষ্টা করে যাচ্ছি। দোকান বড় করা করা, ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী গাবতলী কাঁচাবাজারের পেছন দিক দিয়ে একটি রাস্তা তৈরি, আমরা সেটাও পরিকল্পনায় রেখেছি। কারওয়ান বাজার দোকান মালিক সমিতির সঙ্গে আমরা বারবার আলোচনা করেছি, কথা বলেছি, তারা আসতে রাজি আছেন। কিন্তু কিছু চ্যালেঞ্জও আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা আমাদের করতে হবে। আর কারওয়ান বাজার থেকে একটি অংশ চলে যাবে যাত্রাবাড়ীতে আর একটি অংশ আসবে এই গাবতলীতে।
এর আগে গাবতলী কাঁচাবাজার পরিদর্শনকালে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা।
এএসএস/এসএসএইচ