কামাল আতাতুর্ক আবক্ষ ও পার্ক উদ্বোধনে ডিএনসিসির কমিটি
রাজধানীর বনানী এলাকায় মোস্তফা কামাল আতাতুর্ক আবক্ষ ও পার্ক উদ্বোধন করতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (২০ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।
সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানিয়েছেন, আগামী ২৮ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বনানী এলাকায় মোস্তফা কামাল আতাতুর্ক আবক্ষ ও পার্কের উদ্বোধন করা হবে। আবক্ষ এবং উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। ডিএনসিসির সচিব এই কমিটির সার্বিক তদারকি করবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তাকে এবং সদস্য সচিব করা হয়েছে ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তাকে। এছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির তত্ত্বাবধাক প্রকৌশলী (যান্ত্রিক সার্কেল), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেল) এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এই কমিটির সদস্য করা হয়েছে।
এএসএস/এসকেডি