ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা
যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়েছে।
স্থানীয় সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টার দিকে এ হামলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও জানা যায়নি।
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান। তিনি বলেন, জাহাজটিতে ফায়ার হয়েছে জানি। আগুন নেভানো হয়েছে। ৩০ মিনিট ধরে তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ রয়েছে। যোগাযোগ করার চেষ্টা চলছে। তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত বলতে পারব।
যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। তাদের অবস্থার কথা এখনও জানা যায়নি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা আছে। রকেট হামলার পরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানার চেষ্টা চলছে।
বিএসসি সূত্রে জানা গেছে, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। সেখান থেকে কার্গো নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেয় শিপিং কর্পোরেশন। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
কেএম/এমএইচএস