বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রশংসিত ঢাকা পোস্ট

চার বছর পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ করায় ঢাকা পোস্টকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এক ভিডিওবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। অর্থ উপদেষ্টা বলেন, ঢাকা পোস্ট চার পেরিয়ে পাঁচ বছরে পদার্পণ করায় আমার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অল্প সময়ে ঢাকা পোস্ট পাঠকের কাছে গ্রহণযোগ্য একটি অনলাইন পত্রিকা হিসেবে স্থান পেয়েছে। একঝাঁক তরুণ কর্মীর প্রচেষ্টায় অল্পদিনেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে গণমাধ্যমটি।
‘পাঠকপ্রিয় এ অনলাইন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যাশা করি, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সামনের দিনগুলোতে যে সংগ্রামে জাতিকে অবতীর্ণ হতে হবে, সেই লড়াইয়ে জনমত গঠনে তারা সাহসী ভূমিকা পালন করবে। প্রতিষ্ঠার পর থেকে ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় সবার কাছে প্রশংসিত হয়েছে। আগামী দিনেও ঢাকা পোস্ট দেশ ও জাতির সমৃদ্ধির অগ্রযাত্রায় সহায়ক ভূমিকা পালন করবে।’
‘ঢাকা পোস্ট সবসময় মানুষের জীবনস্পর্শী সংবাদ পরিবেশন করে আসছে। আমি ঢাকা পোস্টের সকল কলাকুশলী ও সংবাদকর্মীর মঙ্গল কামনা করছি। আমার বিশ্বাস, ভবিষ্যতে সাধারণ মানুষের সুখ-দুঃখ এবং নীতি-নির্ধারণী পর্যায়ে যারা সম্পৃক্ত, তাদের নিয়ে ঢাকা পোস্ট যেসব প্রতিবেদন প্রকাশ করবে, সেগুলোতেও মানুষ উপকৃত হবেন এবং ঢাকা পোস্টের জনপ্রিয়তা বাড়বে।’
আরও পড়ুন
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে ঢাকা পোস্ট। ক্যালেন্ডারের পাতা বদলায়, আসে নতুন দিন নতুন বছর। আজ ১৬ ফেব্রুয়ারি ২০২৫। অর্থাৎ ক্যালেন্ডারের পাতা গুনে গুনে ঢাকা পোস্ট পার করেছে চারটি বছর। সংখ্যায় ‘চার’ খুব ছোট হলেও করোনা মহামারির কঠিন সময়ে যাত্রা শুরু করা ঢাকা পোস্টের অদম্য পথচলায় অর্জনের ঝুলিও বেশ সমৃদ্ধ।
সত্যের সাথে সন্ধি— স্লোগানটি যেন ধ্বনিত হচ্ছে লক্ষ-কোটি কণ্ঠে। কণ্ঠে কণ্ঠে মিলিত হয়ে ঢাকা পোস্ট আজ বিবেচিত হচ্ছে দেশের মূলধারার অন্যতম সংবাদমাধ্যম হিসেবে।
গত চার বছরে ঢাকা পোস্ট অর্জন করেছে ৪২টি অ্যাওয়ার্ড। অনুসন্ধানী ও বিশেষ প্রতিবেদনের জন্য এ অর্জন অন্যান্য গণমাধ্যমের তুলনায় সত্যিই ঈর্ষণীয়। এ ছাড়া ফেলোশিপ তো আছেই।
রোববার ঢাকা পোস্টের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। প্রতিটি বিভাগ সেজেছে রঙিন সাজে। কর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সকালে কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের সূচনা করেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সবার সম্মিলিত ও আন্তরিক চেষ্টায় ঢাকা পোস্ট সামনের দিকে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ঢাকা পোস্ট বাংলাদেশের অন্যতম দ্রুত বিকাশমান অনলাইন সংবাদমাধ্যম। এ মাধ্যমে সাংবাদিকতার পরিসর অনেক ব্যাপক ও বিস্তৃত। একই সঙ্গে বিশ্বাসযোগ্যতা ও গুণগতমান ধরে রাখাও বড় চ্যালেঞ্জের বিষয়। আমরা এ চ্যালেঞ্জ গ্রহণ করেছি।
‘আমি পাঠকদের আশ্বস্ত করতে চাই যে, অতীতের ন্যায় ভবিষ্যতেও নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশন, প্রতিদিনের আপডেটেড কনটেন্ট ও ভিন্নধর্মী প্রতিবেদন, ডিজিটাল মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্মে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে ঢাকা পোস্টের উদ্যমী ও দক্ষ কর্মীরা আরও সচেষ্ট থাকবেন। সবার প্রতি রইল আমার শুভকামনা।’
এসআর/এমএম/