করোনায় মৃত্যুতে বিশ্বে ৯ম বাংলাদেশ
প্রাণঘাতী রোগ করোনায় গত ৭ দিনে বিশ্বের যে দশটি দেশে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে, তাদের মধ্যে নবম স্থানে আছে বাংলাদেশ। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের সংখ্যা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এক সপ্তাহে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে। প্রায় এক বছর ধরে করোনার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে গত সাত দিনে মারা গেছেন ৯ হাজার ৭১ জন করোনা রোগী।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে সদ্য করোনার দ্বিতীয় ঢেউ পার করে আসা দেশ ভারত। সর্বশেষ ৭ দিনে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৪ জনের।
৫ হাজার ৮৮২ জনের মৃত্যু নিয়ে তালিকায় তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। চতুর্থ স্থানে আছে রাশিয়া; বিশ্বের বৃহত্তম এই দেশটিতে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৭৭ জন।
এই তালিকায় থাকা অন্যান্য দেশসমূহের মধ্যে পঞ্চম স্থানে আছে কলম্বিয়া (এক সপ্তাহে মৃত্যু ৩ হাজার ৯৩০), ষষ্ঠ স্থানে আর্জেন্টিনা (এক সপ্তাহে মৃত্যু ২ হাজার ৪৬৫), সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা (এক সপ্তাহে মৃত্যু ২ হাজার ৪৪৯ জন), অষ্টম স্থানে যুক্তরাষ্ট্র (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৪৭২ জন), নবম স্থানে বাংলাদেশ (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৩৫৪ জন) এবং দশম স্থানে মেক্সিকো (এক সপ্তাহে মৃত্যু ১ হাজার ৩২৭ জন)।
বাংলাদেশে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ, রংপুর জেলায়। তার পর থেকে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ লাখ ২১ হাজার ১৮৯ জন এবং মারা গেছেন মোট ১৬ হাজার ৪১৯ জন। এছাড়া, করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৮ লাখ ৭৪ হাজার ৫০১ জন।
তবে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রোববার (১১ জুলাই)। ওই দিন দেশজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন, মারা গেছেন ২৩০ জন।
এসএমডব্লিউ