মেঘালয়ে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের সাউথ ওয়েস্ট গারো হিলস জেলার বোলদামগ্রে গ্রামে ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে গ্রামবাসীরা। সোমবার তাদেরকে আটক করার পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
তাদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট, কিছু বাংলাদেশি মুদ্রা বা টাকা, মোবাইল ফোন এবং বাংলাদেশি সিমকার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মেঘালয়ের ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কিছু দিন আগে যৌথ অভিযানের ঘোষণা দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সাউথ ওয়েস্ব গারো হিলস জেলা পুলিশ। এ অভিযান অভিযান শুরুর আগে মেঘালয়ের সীমান্তবর্তী গ্রামগুলোতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বেশ কয়েকটি জনসভা করেছে পুলিশ ও বিসিএসএফ। সেসব জনসভায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সম্পর্কে সতর্ক থাকা এবং কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লে তাকে পুলিশের হাতে সোপর্দ করতে গ্রামবাসীদের অনুরোধ করেছিলেন তারা। গ্রামবাসীরাও তাতে সম্মতি দিয়েছিলেন।
এই ৭ বাংলাদেশী অনুপ্রবেশের ঘটনায় ইতোমধ্যে সাউথ ওয়েস্ট গারো হিলস জেলার মহেন্দ্রগঞ্জ পুলিশ স্টেশনে একটি মামলা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর সীমান্তবর্তী জিকজাক গ্রাম থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছিল মেঘালয় পুলিশ।
সূত্র : এনডিটিভি
এসএমডব্লিউ