বাংলাদেশ সংকট: শীর্ষ কর্মকর্তাদের বৈঠক ডেকেছে ভারতীয় নৌবাহিনী
বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মাঝে ভারত ও এর আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতের নৌবাহিনী। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা ওই বৈঠকে অংশ নেবেন।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেখা দেওয়া নিরাপত্তা উদ্বেগ ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আলোচনার জন্য উঠতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও চীনের ক্রমবর্ধমান তৎপরতা ও পাকিস্তানকে বেইজিংয়ের সামরিক সহায়তার মতো আরেক গুরুত্বপূর্ণ উদ্বেগ নিয়েও আলোচনা হতে পারে।
দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে চার দিনের ওই বৈঠক শুরু হবে। চলতি বছরে এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরও পড়ুন
এর আগে, উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের এক সম্মেলনে যেকোনও ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির বিষয়ে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কয়েক দিন আগের তার ওই আহ্বানের পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে বসার ঘোষণা এলো।
এনডিটিভি বলছে, নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে নতুন থিয়েটার কমান্ড গঠনের বিষয়টি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে দেশটির নৌবাহিনীর প্রধান বাহিনীর সব কমান্ডারকে সর্বদা সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
নয়াদিল্লির নতুন নৌ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য বৈঠকে এডেন উপসাগরে ভারতীয় সামরিক বাহিনীর কার্যক্রম নিয়েও পর্যালোচনা করা হবে। চলতি বছরের শুরুর দিকে এডেন উপসাগরে জলদস্যু ও ড্রোন হামলার বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় নৌবাহিনী প্রত্যেক বছর অন্তত দু’বার এই ধরনের বৈঠকের আয়োজন করে। যেখানে বাহিনীর সব জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের গোয়েন্দা প্রতিবেদন ও অন্যান্য বিষয়ে তথ্য উপস্থাপন করেন।
এসএস