ঢাকার পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন ইসহাক দার
বাংলাদেশ, বিশেষত রাজধানী ঢাকা শহরে বসবাসরত পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের পাকিস্তানি দূতাবাসের হাইকমিশনার সৈয়দ মারুফকে এ ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পদেও আছেন ইসহাক দার। জাতীয় দৈনিক ডনের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে সৈয়দ মারুফকে টেলিফোন করে পাকিস্তানি শিক্ষার্থীদের খোঁজ খবর নিতে মারুফকে নির্দেশ দিয়েছেন দার। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশও তিনি দিয়েছেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ১ জুলাই থেকে আন্দোলন করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে চলতি সপ্তাহের শুরু থেকে সেই আন্দোলন ব্যাপক রূপ নিয়েছে। ইতোমধ্যে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন ৬ জন।
পাকিস্তানি শিক্ষার্থীদের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বর খুলতেও নির্দেশ দিয়েছেন দার। মারুফ জানিয়েছেন ইতোমধ্যে সেই জরুরি নম্বর চালু করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তা পোস্টও করা হয়েছে।
বাংলাদেশের পাকিস্তান হাইকমিশনের এক্স অ্যাকাউন্টে পোস্ট করা সেই বার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে চলমান আন্দোলনের প্রেক্ষাপটে সেখানে বসবাসরত পাকিস্তানি শিক্ষার্থীদের সতর্ক থাকতে এবং আন্দোলনে না যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজনে বাংলাদেশের পাকিস্তান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মুহম্মদ হারিসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হচ্ছে। তার সঙ্গে যোগাযোগের নম্বর +৮৮০ ১৪০৮৯৪০৬০১।
— Pakistan High Commission Bangladesh (@PakinBangladesh) July 16, 2024
সূত্র : ডন
এসএমডব্লিউ