যা করার করে নে, দোকান থেকে বের হওয়ার আগে বলে গেল ডাকাতদল
বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় জুয়েলার্সে ডাকাতির যেসব খবর আসে তাতে সাধারণত দেখা যায় যারা ডাকাতদের মুখ ঢাকা। সিসিক্যামেরা এড়িয়ে চলতেও দেখা যায় তাদের। তবে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় সম্প্রতি যে ডাকাতি হয়েছে সেখানে দেখা গেছে ডাকাতদের ভিন্ন এক রুপ।
এই ডাকাতদের মুখ ছিল খোলা। পরোয়া ছিল না সিসিটিভির। ডাকাতি করে বেরিয়ে যাওযার আগে মালিককে হুমকি দিয়ে গেল— যা করার আছে, করে নে।
পুলিশের সূত্র দিয়ে কলকাতার আনন্দবাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে— ক্রেতা সেজে গতকাল দুপুরে ওই দোকানে ঢুকেছিলেন দুই যুবক। পরে ঢোকেন আরও দু’জন। কিছুক্ষণের মধ্যে এই যুবকদের হাতে উঠে আসে বন্দুক। পিঠে থাকা ব্যাগে গহনা ভরে তারা পালিয়ে যায় নির্বিঘ্নেই।
আরও পড়ুন
দোকানের মালিক বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়। এতে ভয় পেয়ে আর কেউ বাধা দেওয়ার চেষ্টা করেনি। যাওয়ার আগে একজন বলে যান— জো উখারনা হ্যায়, উখার লে!
এনএফ