হাতের ট্যাটুই ধরিয়ে দিল অপরাধীকে

বছর চারেক আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নারকীয় এক ঘটনার শিকার হয় এক নাবালিকা শিশু। জঙ্গলে নিয়ে তাকে ধর্ষণ করেন চারজন মিলে।
এখানেই শেষ নয়, ওই ঘটনার ভিডিও রেকর্ডিংও করে রাখেন অভিযুক্তরা। ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় তারা।
শেষ পর্যন্ত অভিযুক্তদের সেই বেপরোয়া মনোভাবই তাদের ধরিয়ে দিল। শেষ পর্যন্ত সত্যিই ওই গণধর্ষণের ভিডিও ভাইরাল করে দেয় চার অভিযুক্ত। এর পর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের চিহ্নিত করতে ভাইরাল হওয়া ভিডিওকেই ব্যবহার করে পুলিশ।
ওই ভিডিওতে দেখা যায় অভিযুক্তদের হাতে ট্যাটু রয়েছে। ওই ট্যাটু ও গলার স্বরের নমুনা এবং ধৃতদের গলার স্বরও ফরেন্সিক পরীক্ষায় মিলে যায়। ফলে অভিযোগ প্রমাণে সুবিধা হয় পুলিশের।
এনএফ