বিজেপি-কংগ্রেসকে লাঠিপেটার হুমকি নুসরাতের
ভারতের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গ রাজ্যের বসিরহাট আসনের এমপি নুসরাত জাহানের একটি মন্তব্যকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক অঙ্গণে। পশ্চিমবঙ্গ বিজেপির অভিযোগ, অভিনেত্রী থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই অভিনেত্রী উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রোববার বসিরহাটে এক জনসভা আয়োজন করেছিল রাজ্য সরকারে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের এমপি নুসরান জাহানও। নিজ বক্তব্যে বিরোধীদল বিজেপির প্রতি রোষ ঢেলে নুসরাত জাহান বলেন, ‘আপনারা দেখুন— ক্ষমতা দখলের জন্য তারা (বিজেপি) আজ কী ষড়যন্ত্রে নেমেছে। জনগণের স্বার্থবিরোধী তৎপরতা, লোকজনকে ভয় দেখানো, ধর্ম নিয়ে খেলা করা…কিন্তু কোনো কিছুই কাজে দেয়নি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেরে আগে তারা বলেছিল ‘ইস বার ২০০ পার’ (এবার ২০০ আসন পার) কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তাদের নৌকাও ডুবে গিয়েছে।’
‘এবার বিজেপি আরও বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছে। বাংলার জনগণের অর্থ তারা আটকে রেখেছে। রাজ্য, জনগণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব নিয়েছেন, তাকে বাধা দিতেই এই ষড়যন্ত্রে মেতেছে তারা। রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা তারা ইচ্ছে করে আটকে রেখেছে। বাংলাকে (পশ্চিমবঙ্গ) তারা কিছুই দেয়নি।’
বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্যশাখার নেতাদের উদ্দেশ্য করে নুসরাত বলেন, ‘বাংলার জনগণ বিজেপিকে ভোট দেবে— এটা আপনারা ভাবেন কী করে? তাদের জন্য কী করেছেন আপনারা? একটি ভোটও আপনারা পাবেন না। এই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি-কংগ্রেস যে-ই ভোটে ভাগ বসাতে আসুক— বসিরহাটের জনগণ তাকে লাঠিপেটা করবে।’
পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলকে চাঙা করতে আর কয়েক দিন পর বসিরহাটে জনসমাবেশ করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে আসীন তুণমূল কংগ্রেসের মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোববার ছিল সেই জনসভারই প্রস্তুতিমূলক সভা।
এদিকে, পশ্চিমবঙ্গ কংগ্রেস এ সম্পর্কে কোনো মন্তব্য না করলেও নুসরাত জাহানের বক্তব্যের কড়া সমালোচনা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীম ভট্টাচার্য্য এনডিটিভিকে এ প্রসঙ্গে বলেন, ‘যেহেতু তিনি (নুসরাত) একজন এমপি, তাই তাকে রাজনৈতিকভাবে অশিক্ষিত বলতে পারছি না। কিন্তু তার দলের জেষ্ঠ্যরা যেভাবে কথা বলেন, তিনিও সেভাবেই কথা বলছেন। বশিরহাটে তিনি যা বলেছেন— তা যথেষ্ট উসকানিমূলক। বশিরহাটের জনগণ তার উপযুক্ত জবাব দেবে।
চলতি বছরের মাঝামাঝি হবে পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চায়েত নির্বাচন।
এসএমডব্লিউ